রাসূলুল্লাহ (ﷺ) যাদের উম্মত না বলেছেন
রাব্বে কারীম আমাদেরকে বড় মায়া করে তাঁর হাবিব নবী মুহাম্মাদ (ﷺ) এর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্ত যারা নবী করিম (ﷺ) এর সুমহান আদর্শের অনুসরণ ও অনুকরণ না করে শয়তানের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে বিভিন্ন মন্দ কাজ করে তাদেরকে খুব শক্ত ভাষায় সতর্ক করে বলেছেন ওরা তাঁর দলের অন্তর্ভুক্ত না।
রাব্বে কারীম আমাদেরকে বড় মায়া করে তাঁর হাবিব নবী মুহাম্মাদ (ﷺ) এর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্ত যারা নবী করিম (ﷺ) এর সুমহান আদর্শের অনুসরণ ও অনুকরণ না করে শয়তানের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে বিভিন্ন মন্দ কাজ করে তাদেরকে খুব শক্ত ভাষায় সতর্ক করে বলেছেন ওরা তাঁর দলের অন্তর্ভুক্ত না। যেমন-
যে মধুর কন্ঠে কুরআন পাঠ করে না
হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولُ اللهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ - وَزَادَ غَيْرُهُ يَجْهَرُ بِهِ.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমাদের দলভুক্ত নয়, যে লোক মধুর কন্ঠে কুরআনুল কারীম পড়ে না। অন্যান্য বর্ণনাকারী (يَجْهَرُ بِهِ) উচ্চৈঃস্বরে কুরআনুল কারীম পড়ে না কথাটুকু বৃদ্ধি করেছেন"। (সহীহ বুখারী)
সুন্নাতের প্রতি বিরাগ পোষণকারী
হযরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে, তারা আমার দলভুক্ত নয়"। (সহীহ বুখারী)
যে বড়দের সম্মান করে না
হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত-
قَالَ النَّبِيِّ (ﷺ) - مَنْ لَمْ يَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا.
"নবী করিম (ﷺ) বলেছেন- যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়"। (সুনানে আবু-দাউদ)
যে ছোটদেরকে স্নেহ করে না
হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত-
قَالَ النَّبِيِّ (ﷺ) - مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا فَلَيْسَ مِنَّا.
"নবী করিম (ﷺ) বলেছেন- যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়"। (সুনানে আবু-দাউদ)
যে আলেমদের হক জানে না
হযরত উবাদা ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنْ أُمَّتِي مَنْ لَمْ يَعْرِفْ لِعَالِمِنَا حَقَّهُ.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমার উম্মতভুক্ত
নয়, যে আমাদের আলেমদের হক জানে না"। (মাজমাউয যাওয়াইদ)
যে মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করে
হযরত আবূ মূসা (রা.) থেকে বর্ণিত-
قَالَ النَّبِيِّ (ﷺ) - مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا.
"নবী করিম (ﷺ) বলেছেন- যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উঠাবে সে আমাদের দলভুক্ত নয়"। (সহীহ বুখারী)
যে ভাগ্যের ভালো-মন্দ যাচাই করে
হযরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ أَوْ تُطُيِّرَ لَهُ.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্যের ভাল-মন্দ যাচাই করলো"। (মাজমাউয যাওয়াইদ)
যে ব্যক্তি অমুসলিমদের অনুকরণ করে
হযরত আমর ইবনে শুআইব (র.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমাদের দলভুক্ত নয়, যে বিজাতির অনুকরণ করে"। (সুনানে তিরমিজী)
যে ভাগ্যের গণনা করে
হযরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ تَكَهَّنَ أَوْ تُكُهِّنَ لَهُ.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি ভাগ্য গণনা করলো, অথবা যার ভাগ্য গণনা করা হলো"। (মাজমাউয যাওয়াইদ)
যে ব্যক্তি ধোঁকাবাজি করে
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- যে ব্যক্তি আমাদের ধোঁকা দিবে সে আমাদের দলভুক্ত নয়"। (সহীহ মুসলিম)
যে ব্যক্তি যাদু করে
হযরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ سَحَرَ أَوْ سُحِرَ لَهُ.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি যাদু করলো অথবা যার জন্য যাদু করা হলো"। (মাজমাউয যাওয়াইদ)
যে তার বিপরীত সাদৃশ্য অবলম্বন করে
হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِالرِّجَالِ مِنَ النِّسَاءِ، وَلَا مَنْ تَشَبَّهَ بِالنِّسَاءِ مِنَ الرِّجَالِ.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে সব নারী পুরুষের সাথে সাদৃশ্য অবলম্বন করে এবং যে সব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে"। (মুসনাদে আহমদ)
যে গণকের কাছে যায়
হযরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ أَتَى كَاهِنًا - فَصَدَّقَهُ بِمَا - يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ (ﷺ).
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি কোন গণকের কাছে আসলো অতঃপর সে যা বললো তা বিশ্বাস করলো। সে ব্যক্তি মূলত মুহাম্মাদ (ﷺ) এর উপর যা নাযিল করা হয়েছে তা অস্বীকার করল"। (মাজমাউয যাওয়াইদ)
মৃত্যুশোক যে বিলাপ করে কাঁদে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত-
قَالَ النَّبِيِّ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ - وَشَقَّ الْجُيُوبَ - وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ.
"নবী করিম (ﷺ) ইরশাদ করেছেন- তারা আমাদের দলভুক্ত নয়, যারা শোকে গণ্ডে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন করে ও জাহিলী যুগের মত চিৎকার দেয়"। (সহীহ বুখারী)
হযরত যায়িদ ইবনে আওস (র.) বর্ণিত-
قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ حَلَقَ وَمَنْ سَلَقَ وَمَنْ خَرَقَ.
"রাসূলুল্লাহর (ﷺ) বলেছেন- সে আমাদের দলভুক্ত নয়, (মৃত্যুশোকে) যে মহিলা মাথা মুড়িয়ে বিলাপ করে কাঁদে এবং কাপড় ছিঁড়ে ফেলে"।
(সুনানে আবু-দাউদ)
যে ব্যক্তি গোঁফ খাটো করে না
হযরত যাইদ ইবনে আরক্বাম (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ فَلَيْسَ مِنَّا.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- যে ব্যক্তি গোঁফ খাটো করে না, সে আমাদের দলভুক্ত নয়"। (সুনানে তিরমিজী)
যে মানুষকে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করে
হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে "। (সুনানে আবু-দাউদ)
যে ব্যক্তি দিবালোকে লুন্ঠন করে
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ) - لَيْسَ عَلَى الْمُنْتَهِبِ قَطْعٌ - وَمَنِ انْتَهَبَ نُهْبَةً مَشْهُورَةً فَلَيْسَ مِنَّا.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- লুন্ঠনকারীর হাত কাটা যাবে না। যে ব্যাক্তি দিবালোকে লুন্ঠন করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়"। (সুনানে আবু-দাউদ)
যে গোত্রবাদের প্রতি মানুষকে আহবান করে
হযরত জুবাইর ইবনে মুত্বইম (রা.) থেকে বর্ণিত-
قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) - لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ - وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ - وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ.
"রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- সে আমাদের দলভুক্ত নমস্কার নয়, যে ব্যক্তি আসাবিয়্যাতের দিকে ডাকে বা গোত্রের দোহাই দিয়ে আহবান করে লোকদেরকে সমবেত করে সে আমার দলভুক্ত নয়। আর ঐ ব্যক্তিও আমার দলভুক্ত নয়, যে আসাবিয়্যাতের (গোত্রবাদ/সাম্প্রদায়িকতা) ভিত্তিতে যুদ্ধ করে এবং সেও নয় যে আসাবিয়্যাতের উপর মারা যায়"। (সুনানে আবু-দাউদ)
যে অত্যাচারী শাসককে সহযোগিতা করে
হযরত কাব ইবনে উজরা (রা.) বলেন-
خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ (ﷺ) وَنَحْنُ تِسْعَةٌ خَمْسَةٌ وَأَرْبَعَةٌ أَحَدُ الْعَدَدَيْنِ مِنَ الْعَرَبِ وَالآخَرُ مِنَ الْعَجَمِ - فَقَالَ اسْمَعُوا هَلْ سَمِعْتُمْ أَنَّهُ سَيَكُونُ بَعْدِي أُمَرَاءُ فَمَنْ دَخَلَ عَلَيْهِمْ فَصَدَّقَهُمْ بِكَذِبِهِمْ وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ فَلَيْسَ مِنِّي - وَلَسْتُ مِنْهُ وَلَيْسَ بِوَارِدٍ عَلَىَّ الْحَوْضَ - وَمَنْ لَمْ يَدْخُلْ عَلَيْهِمْ وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ وَلَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ فَهُوَ مِنِّي - وَأَنَا مِنْهُ وَهُوَ وَارِدٌ عَلَىَّ الْحَوْضَ.
"রাসূলুল্লাহ (ﷺ) বের হয় আমাদের সামনে আসলেন। আমরা সংখ্যায় ছিলাম নয় জন। পাঁচজন আরব এবং চারজন অনারব অথবা এর বিপরীত। তিঁনি বললেন, তোমরা শুন, তোমরা কি শুনেছ? খুব শীঘ্রই আমার পরে এমন কিছু সংখ্যক শাসক আবির্ভূত হবে, যে লোক তাদের সংস্পর্শে গিয়ে তাদের মিথ্যাচারকে সমর্থন করবে এবং তাদেরকে অত্যাচারে সহায়তা দান করবে সে আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত নয় এবং আমিও তার দলে অন্তর্ভুক্ত নই। আর সে ব্যক্তি হাওযে কাউছারে আমার সামনে পৌঁছতে পারবে না। আর যে লোক তাদের সংস্পর্শে যাবে না, তাদের অত্যাচারে সহায়তা দান করবে না, তাদের মিথ্যাচারকে সমর্থন করবে না, সে আমার এবং আমিও তার। সে হাওযে কাউছারে আমার সাক্ষাত লাভ করবে"। (সুনানে তিরমিজী)
রাব্বে কারীম আমাদেরকে তাঁর হাবিব (ﷺ) এর পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ করে সত্যিকারের উম্মত হওয়ার তাওফীক দান করুন। আমীন।